Psalms 32 (BOBCV)
undefined দাউদের গীত। মস্কীল। 1 ধন্য সেই ব্যক্তিযার অপরাধ ক্ষমা করা হয়েছে,যার পাপ আচ্ছাদিত হয়েছে। 2 ধন্য সেই ব্যক্তিযার পাপ সদাপ্রভু তার বিরুদ্ধে গণ্য করেন নাএবং যার অন্তর ছলনাবিহীন। 3 যখন আমি চুপ করেছিলাম,আমার হাড়গোড় ক্ষয় হয়েছিলএবং সারাদিন আমি আর্তনাদ করেছিলাম। 4 কারণ দিনে এবং রাতেতোমার শাসনের হাত আমার উপর দুর্বহ ছিল;যেমন গ্রীষ্মের উত্তাপে জল শুকিয়ে যায়তেমনই আমার শক্তি নিঃশেষ হয়েছিল। 5 তখন আমি তোমার কাছে আমার পাপস্বীকার করলামআর আমার কোনও অপরাধ আমি গোপন করলাম না।আমি বললাম, “সদাপ্রভুর কাছে আমার সব অপরাধআমি স্বীকার করব।”আর তুমি আমারপাপের দোষ ক্ষমা করলে। 6 তাই সময় থাকতেসব বিশ্বস্ত লোক তোমার কাছে প্রার্থনা করুক;তারা যেন বিচারের বন্যার জলেডুবে না যায়। 7 তুমি আমার আশ্রয়স্থল;তুমি আমাকে বিপদ থেকে সুরক্ষিত করবেএবং মুক্তির গানে আমাকে চারপাশে ঘিরে রাখবে। 8 সদাপ্রভু বলেন, “আমি তোমাকে উপদেশ দেব এবং উপযুক্ত পথে চলতে তোমাকে শিক্ষা দেবো;তোমার উপর প্রেমময় দৃষ্টি রেখে আমি তোমাকে পরামর্শ দেবো। 9 তোমরা ঘোড়া বা খচ্চরের মতো হোয়ো না,যাদের বোধশক্তি নেইকিন্তু যাদের বল্গা ও লাগাম দিয়ে বশে রাখতে হয়,নইলে তারা তোমার কাছে আসে না।” 10 দুষ্টের অনেক দুর্দশা হয়,কিন্তু সদাপ্রভুর অবিচল প্রেমসেই ব্যক্তিকে ঘিরে রাখে যে তাঁর উপর নির্ভর করে। 11 হে ধার্মিক, সদাপ্রভুতে আনন্দ করো ও উল্লাস করো;তোমরা যারা অন্তরে ন্যায়পরায়ণ, আনন্দধ্বনি করো।