1 Chronicles 4 (BOBCV)
1 যিহূদার বংশধরেরা:পেরস, হিষ্রোণ, কর্মি, হূর ও শোবল। 2 শোবলের ছেলে রায়া যহৎ-এর বাবা, এবং যহৎ অহূময় ও লহদের বাবা। এরাই সরাথীয় বংশ। 3 এরা ঐটমের ছেলে:যিষ্রিয়েল, যিশ্মা ও যিদবশ। তাদের বোনের নাম হৎসলিল-পোনী। 4 গদোরের বাবা পনূয়েল, এবং হূশের বাবা এষর।এরাই ইফ্রাথার বড়ো ছেলে ও বেথলেহেমের বাবা হূরের বংশধর। 5 তকোয়ের বাবা অস্হূরের দুই স্ত্রী ছিল, যাদের নাম হিলা ও নারা। 6 নারা তাঁর ঔরসে অহুষম, হেফর, তৈমনি ও অহষ্টরিকে জন্ম দিলেন। এরাই নারার বংশধর। 7 হিলার ছেলেরা:সেরৎ, যিৎসোহর, ইৎনন, 8 ও কোষ, যিনি আনূব ও সোবেবার এবং হারুমের ছেলে অহর্হল বংশের পূর্বপুরুষ ছিলেন। 9 যাবেষ তাঁর ভাইদের চেয়ে বেশি সম্মানিত ছিলেন। এই বলে তাঁর মা তাঁর নাম রেখেছিলেন যাবেষ, যে, “ব্যথাবেদনার মধ্যে দিয়ে আমি তাকে জন্ম দিয়েছি।” 10 যাবেষ ইস্রায়েলের ঈশ্বরের উদ্দেশে চিৎকার করে বললেন, “ওহো, তুমি যদি আমায় আশীর্বাদ করতে ও আমার এলাকা বিস্তার করতে! তোমার হাত আমার সঙ্গে থাকুক, ও আমাকে অনিষ্ট থেকে রক্ষা করুক, যেন আমি ব্যথাবেদনা থেকে মুক্ত থাকতে পারি।” আর ঈশ্বর তাঁর অনুরোধ মঞ্জুর করলেন। 11 শূহের ভাই কলূব সেই মহীরের বাবা, যিনি ইষ্টোনের বাবা। 12 ইষ্টোন বেথ-রাফা, পাসেহ ও সেই তহিন্নের বাবা, যিনি ঈরনাহসের বাবা। এরাই রেকার লোকজন। 13 কনসের ছেলেরা:অৎনীয়েল ও সরায়।অৎনীয়েলের ছেলেরা:হথৎ ও মিয়োনোথয়। 14 মিয়োনোথয় অফ্রার বাবা।সরায় সেই যোয়াবের বাবা,যিনি গী-হরসীমের বাবা। যেহেতু সেখানকার লোকজন সুদক্ষ কর্মী ছিল, তাই সেই স্থানটিকে এই নামেই ডাকা হত। 15 যিফূন্নির ছেলে কালেবের ছেলেরা:ঈরূ, এলা ও নয়ম।এলার ছেলে:কনস। 16 যিহলিলেলের ছেলেরা:সীফ, সীফা, তীরিয় ও অসারেল। 17 ইষ্রার ছেলেরা:যেথর, মেরদ, এফর ও যালোন।মেরদের স্ত্রীদের মধ্যে একজন মরিয়ম, শম্ময় ও সেই যিশবহকে জন্ম দিলেন, যিনি ইষ্টিমোয়ের বাবা। 18 তাঁর যিহূদাবংশীয়া স্ত্রী গদোরের বাবা যেরদকে, সোখোর বাবা হেবরকে,এবং সানোহের বাবা যিকুথিয়েলকে জন্ম দিলেন এরা সবাই ফরৌণের মেয়ে সেই বিথিয়ার সন্তান, যাঁকে মেরদ বিয়ে করলেন। 19 হোদিয়ের স্ত্রী তথা নহমের বোনের ছেলেরা:গর্মীয় কিয়ীলার বাবা, ও মাখাতীয় ইষ্টিমোয়। 20 শীমোনের ছেলেরা:অম্নোন, রিন্ন, বিন-হানন ও তীলোন।যিশীর বংশধরেরা:সোহেৎ ও বিন-সোহেৎ। 21 যিহূদার ছেলে শেলার ছেলেরা:লেকার বাবা এর, মারেশার বাবা লাদা এবং বৈৎ-অসবেয়ের যেসব কারিগর মসিনার কাপড় বুনতো, তাদের বংশধররা, 22 যোকীম, কোষেবার লোকজন, এবং সেই যোয়াশ ও সারফ, যারা মোয়াবে রাজত্ব করতেন এবং যাশূবি-লেহম। (এই নথিগুলি প্রাচীনকালে সংগৃহীত) 23 তারা সেইসব কুমোর, যারা নতায়ীম ও গদেরায় বসবাস করত; তারা সেখানে থাকত ও রাজার জন্য কাজ করত। 24 শিমিয়োনের বংশধরেরা:নমূয়েল, যামীন, যারীব, সেরহ ও শৌল; 25 শৌলের ছেলে শল্লুম, তাঁর ছেলে মিব্সম ও তাঁর ছেলে মিশ্ম। 26 মিশ্মের বংশধরেরা:তাঁর ছেলে হম্মুয়েল, তাঁর ছেলে শক্কুর ও তাঁর ছেলে শিময়ি। 27 শিময়ির ষোল ছেলে ও ছয় মেয়ে ছিল, কিন্তু তাঁর ভাইদের খুব বেশি সন্তান ছিল না; তাই তাদের গোটা বংশ যিহূদা বংশের মতো বহুসংখ্যক হতে পারেনি। 28 তারা বের-শেবা, মোলাদা, হৎসর-শূয়াল, 29 বিলহা, এৎসম, তোলদ, 30 বথূয়েল, হর্মা, সিক্লগ, 31 বেথ-মর্কাবোৎ, শৎসর-সূষীম, বেথ-বিরী ও শারয়িমে বসবাস করতেন। দাউদের রাজত্ব পর্যন্ত এগুলিই তাদের নগর ছিল। 32 তাদের চারপাশের গ্রামগুলি হল ঐটম, ওন, রিম্মোণ, তোখেন ও আশন—পাঁচটি নগর— 33 এবং বালাত পর্যন্ত এই নগরগুলি ঘিরে থাকা সব গ্রাম। এগুলিই ছিল তাদের উপনিবেশ। আর তারা এক বংশতালিকা রেখেছিলেন। 34 মশোবব, যম্লেক,অমৎসিয়ের ছেলে যোশঃ, 35 তার ছেলে যোয়েল,তার ছেলে অসীয়েল, তার ছেলে সরায়, তার ছেলে যোশিবিয়, তার ছেলে যেহূ, 36 এছাড়াও ইলীয়ৈনয়, যাকোবা, যিশোহায়,অসায়, অদীয়েল, যিশীমীয়েল, বনায়, 37 ও শমিয়িয়ের ছেলে সিম্রি, তার ছেলে যিদয়িয়, তার ছেলে অলোন, তার ছেলে শিফি, তার ছেলে সীষঃ। 38 যাদের নাম উপরে নথিভুক্ত করা হয়েছে তারা তাদের বংশের নেতা ছিলেন। তাদের পরিবারগুলি প্রচুর সংখ্যায় বৃদ্ধি পেয়েছিল, 39 এবং তাদের পশুপালের জন্য চারণভূমির সন্ধান করতে করতে তারা উপত্যকার পূর্বদিকে গদোরের প্রান্তদেশ পর্যন্ত চলে গেলেন। 40 তারা উর্বর, উপযুক্ত চারণভূমির সন্ধান পেয়েছিলেন, এবং সেই দেশটি ছিল সুপরিসর, শান্তিপূর্ণ ও নির্জন। আগে সেখানে হাম বংশীয় কিছু লোকজন বসবাস করত। 41 যাদের নাম নথিভুক্ত হল, তারা যিহূদার রাজা হিষ্কিয়ের সময়ে এলেন। তারা হাম বংশীয় লোকদের বাসস্থান ও সেখানে থাকা মিয়ূনীয়দেরও আক্রমণ করলেন এবং তাদের পুরোপুরি ধ্বংস করে দিলেন, আজও পর্যন্ত যা স্পষ্ট হয়ে আছে। পরে তারা তাদের স্থানে বসতি স্থাপন করলেন, যেহেতু সেখানে তাদের পশুপালের জন্য চারণভূমি ছিল। 42 এবং এই শিমিয়োনীয়দের মধ্যে 500 জন সেয়ীরের পার্বত্য এলাকা দখল করল, যাদের নেতৃত্বে ছিলেন যিশীর ছেলে পলটিয়, নিয়রিয়, রফায়িয় ও উষীয়েল। 43 যারা পালিয়ে গেল, তারা অবশিষ্ট সেই অমালেকীয়দের হত্যা করলেন, এবং আজও পর্যন্ত তারা সেখানেই বসবাস করছেন।
In Other Versions
1 Chronicles 4 in the ANTPNG2D
1 Chronicles 4 in the BNTABOOT
1 Chronicles 4 in the BOHNTLTAL
1 Chronicles 4 in the BOILNTAP
1 Chronicles 4 in the KBT1ETNIK
1 Chronicles 4 in the TBIAOTANT