Ezekiel 19 (BOBCV)
1 “তুমি ইস্রায়েলের শাসনকর্তাদের জন্য বিলাপ 2 করে বলো,“ ‘সিংহদের মধ্যেতোমার মা ছিল সেরা সিংহী!সে যুবসিংহদের মধ্যে শুয়ে থাকত;তার শাবকদের সে লালনপালন করত। 3 তার একটি শাবক বড়ো হয়েশক্তিশালী সিংহ হয়ে উঠল।সে পশু শিকার করতে শিখলআর মানুষ খেতে লাগল। 4 জাতিরা তার বিষয় শুনতে পেল,আর সে তাদের গর্তে ধরা পড়ল।তারা তার নাকে বড়শি পরিয়েমিশর দেশে নিয়ে গেল। 5 “ ‘যখন সে দেখল তার আশা পূর্ণ হল না,তার প্রত্যাশা চলে গেছে,সে আর তার একটি শাবক নিয়ে তাকেশক্তিশালী সিংহ করে তুলল। 6 সেই শাবক সিংহদের মধ্যে ঘোরাঘুরি করেকারণ সে একটি শক্তিশালী সিংহ হয়ে উঠেছিল।সে পশু শিকার করতে শিখলআর মানুষ খেতে লাগল। 7 সে তাদের দুর্গগুলি ভাঙলআর নগর সব ধ্বংস করে ফেলল।সেই দেশ ও সেখানে যারা বাস করততারা তার গর্জনে ভয় পেল। 8 তখন তার চারপাশের জাতিরাতার বিরুদ্ধে দাড়াল।তার উপরে তাদের জাল পাতল,আর সে তাদের গর্তে ধরা পড়ল। 9 তাকে বড়শি পরিয়ে খাঁচায় পুরলআর তাকে ব্যাবিলনের রাজার কাছে নিয়ে গেল।তাকে কারাগারে রাখলযেন তার গর্জন আর শোনা না যায়ইস্রায়েলের কোনও পাহাড়ে। 10 “ ‘তোমার দ্রাক্ষাক্ষেত্রে তোমার মা জলের ধারে লাগানোএকটি দ্রাক্ষালতার মতো ছিল,প্রচুর জল পাবার দরুনতা ছিল ফল ও ডালপালায় ভরা। 11 তার ডালগুলি ছিল শক্তশাসনকর্তার রাজদণ্ড হওয়ার উপযুক্ত।সে খুব উঁচুএবং ডালপালায় ভরাসেইজন্য তাকে সুস্পষ্টভাবে দেখা যায়তার বহু শাখার জন্য। 12 কিন্তু ক্রোধের প্রকোপে সেটিকে নির্মূল করেমাটিতে ফেলা হল।পূবের বাতাসে সেটি কুঁকড়ে গেল,তার ফল পড়ে গেল;তার শক্ত ডালগুলি শুকিয়ে গেলএবং আগুন সেগুলিকে গ্রাস করল। 13 এখন সেটি কে মরুভূমিতে,শুকনো, জলহীন দেশে লাগানো হয়েছে। 14 তার একটি ডাল থেকে আগুন ছড়িয়ে পড়লএবং তার ফল আগুন গ্রাস করল।শাসনকর্তার রাজদণ্ড হওয়ার উপযুক্তকোনও শক্ত ডাল আর রইল না।’এটি একটি বিলাপ এবং এটি বিলাপ হিসেবে ব্যবহার করা হবে।”