Psalms 134 (BOBCV)
undefined একটি আরোহণ সংগীত। 1 হে সদাপ্রভুর সকল দাস, তোমরা সদাপ্রভুর প্রশংসা করো,তোমরা যারা রাত্রিকালে সদাপ্রভুর গৃহে পরিচর্যা করো। 2 প্রার্থনায় তোমার দু-হাত পবিত্রস্থানের দিকে তুলে ধরোএবং সদাপ্রভুর ধন্যবাদ করো। 3 সদাপ্রভু, যিনি আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন,জেরুশালেম থেকে তোমাদের আশীর্বাদ করুন।