Psalms 54 (IRVB)
undefined প্রধান বাদ্যকরের জন্য। তারযুক্ত যন্ত্রে। দায়ূদের মস্কীল। যখন সীফীয়েরা আসে শৌলকে বলল, দায়ূদ আমাদের মধ্যে লুকিয়ে নেই? তখন। 1 ঈশ্বর, তোমার নামের দ্বারা,আমাকে বাঁচাও এবং তোমার শক্তিতে আমাকে বিচার কর। 2 ঈশ্বর আমার প্রার্থনা শোন;আমার মুখের বাক্যে কান দাও। 3 কারণ অহংকারী লোকেরা আমার বিরুদ্ধে উঠেছেএবং নিষ্ঠুর লোকেরা আমার প্রাণকে খুঁজছে;তারা তাদের আগে ঈশ্বরকে রাখেনি। সেলা। 4 দেখ, ঈশ্বর আমার সাহায্যকারী;প্রভুই একজন যে আমার প্রাণকে বাঁচায়। 5 তিনি অমঙ্গল আমার শত্রুদের কাছে ফিরিয়ে দেবেন;আমার জন্য তোমার বিশ্বস্ততার মধ্যে তাদের ধ্বংস করবে। 6 আমি তোমার উদ্দেশ্যে স্বেচ্ছাবলি উৎসর্গ করব;সদাপ্রভুু তোমার নামে ধন্যবাদ করব, কারণ তা উত্তম। 7 কারণ তিনি আমাকে সমস্ত কষ্ট থেকে উদ্ধার করেছেন,আমার চোখ শত্রুদের উপর জয়ী হয়েছে।