Psalms 70 (IRVB)
undefined প্রধান বাদ্যকরের জন্য। দায়ূদের একটি গীত। স্মরণার্থক। 1 ঈশ্বর, আমার রক্ষা কর,সদাপ্রভুু, আমার তাড়াতাড়ি সাহায্য কর। 2 যারা আমার প্রাণকে কামনা করে,তারা লজ্জিত ও হতাশ হোক;যারা আমার বিপদে আনন্দ হয়,তারা ফিরে যাক এবং অপমানিত হোক। 3 যারা বলে, হায়! হায়!তারা নিজেদের লজ্জার জন্য ফিরে যাক। 4 যারা তোমাকে খোঁজ করেএবং তারা সবাই তোমার মধ্যে আনন্দএবং খুশি হবে; যারা তোমার পরিত্রানভালবাসে তারা সবদিন বলুক,ঈশ্বরের প্রশংসা হোক। 5 কিন্তু আমি দুঃখী ও দরিদ্র;ঈশ্বর, আমার পক্ষে ত্বরা কর;তুমি আমার সাহায্য ও আমারউদ্ধারকর্তা সদাপ্রভুু দেরী করো না।