Jeremiah 9 (BOBCV)
1 আহ্, আমার মাথা যদি জলের এক উৎস হতআমার চোখ যদি অশ্রুর স্রোতোধারা হত!তাহলে আমার জাতির নিহত লোকদের জন্যআমি দিনরাত্রি কাঁদতাম। 2 আহ্, মরুপ্রান্তরে পথিকদের রাত কাটানোর কুটিরের মতোআমার যদি থাকার একটি স্থান থাকত,তাহলে আমার জাতির লোকদের ছেড়েআমি তাদের কাছ থেকে চলে যেতাম;কারণ তারা সকলে ব্যভিচারী,এক অবিশ্বস্ত জনতার ভিড়। 3 “তাদের জিভ প্রস্তুত রাখেধনুকের মতো, মিথ্যা কথার তির ছোড়ার জন্য;তারা সত্য অবলম্বন না করেদেশে বিজয়লাভ করে।তারা একটির পর অন্য একটি পাপ করতে থাকে,তারা আমাকে স্বীকার করে না,”সদাপ্রভু এই কথা বলেন। 4 “তোমার বন্ধুদের থেকে সাবধানে থেকো;তোমার গোষ্ঠীর কাউকে বিশ্বাস কোরো না।কারণ প্রত্যেকেই এক একজন প্রতারক,আর প্রত্যেক বন্ধু নিন্দা করে বেড়ায়। 5 বন্ধু বন্ধুর সঙ্গে প্রতারণা করে,তারা কেউই সত্যিকথা বলে না।তারা নিজেদের জিভকে মিথ্যা বলা শিখিয়েছে;ক্রমাগত পাপ করে তারা নিজেদের ক্লান্ত করেছে। 6 তুমি ছলনার মধ্যে বসবাস করছ;তাদের ছলনার কারণে তারা আমাকে স্বীকার করতে অগ্রাহ্য করে,”সদাপ্রভু এই কথা বলেন। 7 সেই কারণে, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন,“দেখো, আমি তাদের পরিশোধন করে যাচাই করব,কারণ আমার প্রজাদের পাপের জন্যআমি আর কী করতে পারি? 8 তাদের জিভ যেন প্রাণঘাতী বাণ,তা ছলনার কথা বলে।প্রত্যেকে মুখে তাদের প্রতিবেশীদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলে,কিন্তু অন্তরে সে তার বিরুদ্ধে ফাঁদ পাতে। 9 এজন্য কি আমি তাদের শাস্তি দেব না?”সদাপ্রভু এই কথা বলেন।“এরকম জাতির বিরুদ্ধেআমি কি স্বয়ং প্রতিশোধ নেব না?” 10 পর্বতগুলির জন্য আমি কাঁদব ও বিলাপ করব,প্রান্তরের চারণভূমিগুলির জন্য আমি শোক করব।সেগুলি জনশূন্য ও পথিকবিহীন হয়েছে,গবাদি পশুর রব সেখানে আর শোনা যায় না।আকাশের পাখিরা পলায়ন করেছেএবং পশুরা সব চলে গিয়েছে। 11 “আমি জেরুশালেমকে ধ্বংসস্তূপে পরিণত করব,তা হবে শিয়ালদের বাসস্থান;আমি যিহূদার গ্রামগুলিকে এমন ধ্বংসস্থান করব,যেন কেউই সেখানে বসবাস করতে না পারে।” 12 একথা বোঝার জন্য কে এমন জ্ঞানবান? কাকে সদাপ্রভু বুঝিয়ে দিয়েছেন, যেন সে তা ব্যাখ্যা করতে পারে? কেন দেশ এরকম ধ্বংস হয়ে মরুভূমির মতো পড়ে আছে যে, কেউই তার মধ্য দিয়ে যেতে পারে না? 13 সদাপ্রভু বলেছেন, “এর কারণ হল, আমি তাদের যে বিধান দিয়েছিলাম, তারা তা ত্যাগ করেছে; তারা আমার কথা শোনেনি এবং আমার বিধানও পালন করেনি। 14 পরিবর্তে, তারা তাদের হৃদয়ের একগুঁয়েমি মনোভাবের অনুসারী হয়েছে; তারা তাদের পিতৃপুরুষদের শিক্ষা অনুযায়ী বায়াল-দেবতার অনুগমন করেছে।” 15 সেই কারণে, বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর বলেন, “দেখো, আমি এই লোকদের তেঁতো খাবার ও বিষাক্ত জলপান করতে দেব। 16 আমি তাদের ও তাদের পিতৃপুরুষদের অপরিচিত বিভিন্ন দেশের মধ্যে ছিন্নভিন্ন করব, আর তাদের ধ্বংস না হওয়া পর্যন্ত, তাদের পিছনে তরোয়াল প্রেরণ করব।” 17 বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন:“তোমরা এখন বিবেচনা করো! বিলাপকারী স্ত্রীদের আসার জন্য ডেকে পাঠাও;তাদের মধ্যে যারা এই ব্যাপারে নিপুণ, তাদের আসতে বলো। 18 তারা দ্রুত এসেআমাদের জন্য বিলাপ করুক,যতক্ষণ না আমাদের চোখের জল গড়িয়ে পড়ে,আমাদের চোখের পাতা থেকে অশ্রুধারা বয়ে যায়। 19 সিয়োন থেকে শোনা যাচ্ছে বিলাপের আওয়াজ:‘আমরা কেমন ধ্বংস হয়ে গেলাম!আমাদের লজ্জা কেমন ব্যাপক!আমাদের অবশ্যই দেশ ছেড়ে চলে যেতে হবে,কারণ আমাদের বাড়িগুলি হয়েছে ধ্বংস।’ ” 20 এখন, হে স্ত্রীলোকেরা, তোমরা সদাপ্রভুর বাক্য শোনো;তোমরা তাঁর মুখের কথার প্রতি কান খোলা রাখো।কীভাবে বিলাপ করতে হয়, তোমাদের কন্যাদের শেখাও,তোমরা পরস্পরকে বিলাপ করতে শিক্ষা দাও। 21 আমাদের জানালাগুলি দিয়ে মৃত্যু আরোহণ করেযেন আমাদের দুর্গগুলিতে প্রবেশ করেছে;রাস্তা থেকে ছেলেমেয়েদের এবংপ্রকাশ্য চক থেকে যুবকদের তা উচ্ছিন্ন করেছে। 22 তোমরা বলো, “সদাপ্রভু এই কথা ঘোষণা করেন:“ ‘খোলা মাঠে মানুষদের মৃতদেহ আবর্জনার মতো পড়ে থাকবে,যেমন শস্যচ্ছেদকদের পিছনে কাটা শস্য পড়ে থাকে,যা সংগ্রহ করার জন্য কেউ থাকে না।’ ” 23 সদাপ্রভু এই কথা বলেন:“জ্ঞানী ব্যক্তি তার জ্ঞানের জন্য গর্ব না করুকবা শক্তিশালী মানুষ তার শক্তির জন্য গর্ব না করুকবা ধনী ব্যক্তি তার ঐশ্বর্যের জন্য গর্ব না করুক। 24 কিন্তু যে গর্ব করে, সে এই বিষয়ে গর্ব করুক:যে সে আমাকে জানে ও বোঝে,যে আমিই সদাপ্রভু, যিনি পৃথিবীতে তাঁর করুণা,ন্যায়বিচার ও ধার্মিকতা প্রদর্শন করেন,কারণ এসব বিষয়ে আমি প্রীত হই,”সদাপ্রভু এই কথা বলেন। 25 সদাপ্রভু এই কথা বলেন, “সময় আসছে, যারা কেবলমাত্র শরীরে ত্বকচ্ছেদ করেছে, আমি তাদের সবাইকে শাস্তি দেব— 26 মিশর, যিহূদা, ইদোম, অম্মোন, মোয়াব এবং বহু দূরবর্তী স্থানে যারা বসবাস করে, তাদের দেব। কারণ এসব জাতি প্রকৃতই অচ্ছিন্নত্বকবিশিষ্ট, এমনকি ইস্রায়েলের সমস্ত কুল অন্তরে অচ্ছিন্নত্বক।”