Psalms 119 (IRVB)
1 ধন্য তারা, যাদের পথ নির্দোষ,যারা সদাপ্রভুুর ব্যবস্থা পথে চলে। 2 ধন্য তারা, যারা তাঁর বিধিসম্মত আদেশ পালন করে;যারা সমস্ত মন দিয়ে তাঁকে খোঁজে। 3 তারা অন্যায় করে না,তারা তাঁর পথে চলে। 4 তুমি তোমর নির্দেশ পালন করতে আদেশ করেছ,যেন আমরা যত্ন সহকারে তা পালন করি। 5 আহা! যা আমি দৃঢ়ভাবেপ্রতিষ্ঠিত করব তোমার সংবিধি পালনে। 6 তখন আমি লজ্জিত হব না,যখন আমি তোমার আদেশগুলোর বিষয় চিন্তা করি। 7 যখন আমি তোমার ধর্মময় শাসন শিক্ষা করি,তখন আমি আন্তরিক ভাবে তোমার ধন্যবাদ করব। 8 আমি তোমার বিধি পালন করব;আমাকে একা ছেড়ে দিও না। 9 যুবক কেমন করে নিজের পথ বিশুদ্ধ রাখবে?তোমার বাক্য পালনের মাধ্যমেই করবে। 10 আমি সমস্ত মন দিয়ে তোমায় খুঁজেছি,আমাকে তোমার আদেশ পথ ছেড়ে ঘুরে বেড়াতে দিও না। 11 আমি তোমার বাক্য হৃদয়ে সঞ্চয় করে রেখেছি,যেন আমি তোমার বিরুদ্ধে পাপ না করি। 12 হে সদাপ্রভুু; তুমি ধন্য,আমাকে তোমার বিধি শেখাও। 13 আমি আমার মুখ দিয়ে তোমার সমস্তধর্মময় আদেশ ঘোষণা করেছি যা তুমি প্রকাশ করেছ। 14 সমস্ত ধন সম্পত্তির থেকেওআমি তোমার নিয়মের আদেশ আনন্দ করি। 15 আমি তোমার নির্দেশগুলোয় ধ্যান করবএবং তোমার পথের প্রতি মনোযোগ দেব। 16 আমি তোমার বিধিগুলোয় আনন্দ করি,তোমার বাক্য ভুলে যাব না। 17 তোমার দাসের প্রতি দয়াবান হও,যেন আমি বাঁচি এবং তোমার বাক্য পালন করি। 18 আমার চোখ খুলে দাও,যেন আমি তোমার ব্যবস্থায় আশ্চর্য্য আশ্চর্য্য বিষয় দেখতে পাই। 19 আমি পৃথিবীতে বিদেশী,আমার থেকে তোমার আদেশগুলো লুকিও না। 20 আমার প্রাণ সব দিন আকাঙ্ক্ষায় চূর্ণতোমার ধর্মময় আদেশের জন্য। 21 তুমি অহঙ্কারীদেরকে ধমক দিয়েছ,যারা অভিশপ্ত, যারা তোমার আদেশ ছেড়ে ঘুরে বেড়ায়। 22 আমার থেকে দূর্নাম ও অপমান দূর কর,কারণ আমি তোমার নিয়মের আদেশ পালন করেছি। 23 যদিও শাসকেরা আমার বিরুদ্ধে চক্রান্তএবং নিন্দা করেছে; তবুও তোমার দাস তোমার বিধি ধ্যান করে। 24 তোমার নিয়মের আদেশ আমার আনন্দজনকএবং সেগুলি আমার পরামর্শদাতা। 25 আমার প্রাণ ধূলোতে জড়িয়ে আছে,তোমার বাক্য অনুযায়ী আমাকে জীবন দাও। 26 আমি আমার পথের কথা তোমায় বলেছিএবং তুমি আমাকে উত্তর দিয়েছ,তোমার বিধি আমাকে শেখাও। 27 তোমার নির্দেশ আমাকে বুঝিয়ে দাও,যাতে আমি তোমার আশ্চর্য্য শিক্ষা সব ধ্যান করতে পারি। 28 দুঃখে আমার হৃদয় গলে পড়ছে,তোমার বাক্যে আমাকে ওঠাও। 29 আমার থেকে মিথ্যার পথ দূর কর,অনুগ্রহ করে আমাকে তোমার ব্যবস্থা শেখাও। 30 আমি বিশ্বস্ততার পথ মনোনীত করেছি,আমি সব দিন তোমার ধর্মময় আদেশ আমার সামনে রাখেছি। 31 আমি তোমার নিয়মের আদেশ সমূহে জড়িয়ে আছি;সদাপ্রভুু আমাকে লজ্জিত হতে দিও না। 32 আমি তোমার আদেশ পথে দৌড়াব,কারণ তুমি তা করতে আমার হৃদয় বড় করেছ। 33 হে সদাপ্রভুু, তোমার বিধির পথ আমাকে শেখাও,আর আমি শেষ পর্যন্ত তা পালন করব। 34 আমাকে বুদ্ধি দাওএবং আমি তোমার ব্যবস্থা পালন করব;আমি আমার সমস্ত হৃদয় দিয়ে তা পালন করব। 35 তোমার আদেশ পথে আমাকে পরিচালনা করাও,কারণ আমি সেই পথে চলতে আনন্দ পাই। 36 তোমার নিয়মের আদেশের দিকেআমার হৃদয়কে পরিচালনা দাওএবং অসৎ লাভের থেকে দূরে রাখ। 37 মন্দ বিষয় থেকে আমার চোখ ফেরাও,আমাকে তোমার পথে পুনরুজ্জীবিত কর। 38 তোমার দাসের জন্য তোমার প্রতিজ্ঞা পূর্ণ কর,যা তুমি তাদের জন্য তৈরী করেছিলে যারা তোমায় সম্মান করে। 39 আমার অপমান দূর কর, যার আমি ভয় করি,কারণ তোমার ধর্মময় আদেশ ভাল। 40 দেখ, আমি তোমার নির্দেশগুলোর জন্য আকাঙ্খা করে আসছি;তোমার ধার্ম্মিকতায় আমাকে জীবিত রেখো। 41 হে সদাপ্রভুু, আমাকে তোমার অক্ষয় ভালবাসা দাওতোমার প্রতিজ্ঞা অনুসারে তোমার পরিত্রান দাও। 42 তবে আমি তাদের উত্তর দিতে পারব যারা আমায় উপহাস করে,কারণ আমি তোমার বাক্যে নির্ভর করেছি। 43 আমার মুখ থেকে সত্যের বাক্য নিয়ে নিও না,কারণ আমি তোমার ধর্মময় আদেশের জন্য অপেক্ষা করছি। 44 আমি সব দিন তোমার ব্যবস্থা পালন করব,যুগে যুগে চিরকাল করব। 45 আমি নিরাপদে চলব,কারণ আমি তোমার নির্দেশগুলোর খোঁজ করেছি। 46 আমি রাজাদের সামনে তোমার গুরত্বপূর্ণ আদেশের কথা বলবএবং লজ্জিত হব না। 47 আমি তোমার আদেশগুলোয় আনন্দ করব,যা আমি ভীষণ ভালবাসি। 48 আমি তোমার আদেশগুলোর কাছে অঞ্জলি ওঠাব,যা আমি ভালবাসি;আমি তোমার বিধি ধ্যান করব। 49 তোমার দাসের জন্য তোমার প্রতিজ্ঞা স্মরণ কর,কারণ তুমি আমাকে আশা দিয়েছ। 50 আমার দুঃখে এটাই আমার সান্ত্বনা:যে তোমার প্রতিজ্ঞা আমাকে বাঁচিয়ে রেখেছে। 51 অহঙ্কারীরা আমাকে বিদ্রূপ করেছে,তবুও আমি তোমার ব্যবস্থা থেকে ফিরিনি। 52 হে সদাপ্রভুু, আমি প্রাচীনকাল থেকেতোমার ধর্মময় আদেশ শিখছি,আর সান্ত্বনা পেয়েছি। 53 আমার ক্রোধ জ্বলে উঠেছে,পাপীদের জন্য যারা তোমার ব্যবস্থা অগ্রাহ্য করে। 54 তোমার বিধি আমার গান হয়েছেযেখানে আমি অস্থায়ীভাবে বাস করি। 55 হে সদাপ্রভুু, আমি রাতে তোমার নামের বিষয়ে চিন্তা করিএবং আমি তোমার ব্যবস্থা পালন করি। 56 এটাই আমার অভ্যাস কারণআমি তোমার নির্দেশগুলো পালন করেছি। 57 সদাপ্রভুু আমার অধিকার;আমি দৃঢ়প্রতিজ্ঞ তোমার বাক্য সকল পালনে। 58 আমি সমস্ত হৃদয় দিয়ে আন্তরিকভাবেঅনুরোধ করি তোমার দয়া পাবার;তোমার প্রতিজ্ঞা অনুযায়ী,আমার প্রতি কৃপা কর। 59 আমি আমার পথ পরীক্ষা করেছিএবং তোমার নিয়মের আদেশের দিকে আমার চরণ ফিরিয়েছি। 60 আমি তাড়াতাড়ি করলামএবং তোমার আদেশগুলো পালনে দেরী করলাম না। 61 পাপীদের দড়ি আমাকে ফাঁদে ফেলেছে,আমি তোমার ব্যবস্থা ভুলে যাই নি। 62 আমি মাঝ রাত্রে তোমার ধন্যবাদ করতে উঠি,তোমার ন্যায় বিধানের জন্য। 63 আমি সেই সকলের সঙ্গী যারা তোমাকে সম্মান করেএবং যারা তোমার নির্দেশগুলো পালন করে। 64 হে সদাপ্রভুু, পৃথিবী তোমার চুক্তির বিশ্বস্ততায় পরিপূর্ণ;আমাকে তোমার বিধির শিক্ষা দাও। 65 হে সদাপ্রভুু, তুমি তোমার দাসের মঙ্গল করেছ,তোমার বাক্যানুসারে করেছ। 66 আমাকে সঠিক বিচারশক্তি এবং বুদ্ধি শেখাও,কারণ আমি তোমার আদেশগুলোয় বিশ্বাস করেছি। 67 দুঃখ পাওয়ার আগে আমি ভ্রান্ত ছিলাম,কিন্তু এখন আমি তোমার বাক্য পালন করছি। 68 তুমি মঙ্গলময় এবং তুমি সেই যিনি মঙ্গল কাজ করেন,তোমার বিধি আমাকে শেখাও। 69 অহঙ্কারীরা আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে,কিন্তু আমি সমস্ত হৃদয় দিয়ে তোমার নির্দেশ পালন করেছি। 70 তাদের হৃদয়ে সত্যতা নেই;কিন্তু আমি তোমার ব্যবস্থায় আনন্দ করি। 71 এটা আমার জন্য ভাল যে আমি দুঃখ ভোগ করেছি,যেন আমি তোমার বিধি শিখতে পারি। 72 হাজার হাজার সোনা ওরূপার চেয়ে তোমার মুখের নির্দেশ আমার জন্য মহা মূল্যবান। 73 তোমার হাত আমার গঠন ও স্থাপন করছে;আমাকে বুদ্ধি দাও,যেন আমি তোমার আদেশ সকল শিখতে পারি। 74 যারা তোমাকে সম্মান করে,তারা আমাকে দেখে গর্বিত হবে,কারণ আমি তোমরা বাক্যে আশা পাই। 75 হে সদাপ্রভুু, আমি জানি তোমার আদেশ ন্যায্যএবং তুমি বিশ্বস্ততায় আমাকে দুঃখ দিয়েছ। 76 তোমার চুক্তির বিশ্বস্ততা আমায় সান্ত্বনা দিক,যেমন তুমি তোমার দাসকে প্রতিজ্ঞা করেছ। 77 আমার প্রতি করুণা কর, যেন আমি বাঁচি;কারণ তোমার ব্যবস্থা আমার আনন্দদায়ক। 78 অহঙ্কারীদের লজ্জায় ফেলা হোক,কারণ তারা আমার নিন্দা করেছে;কিন্তু আমি তোমার নির্দেশগুলোয় ধ্যান করব। 79 যারা তোমাকে সম্মান করে,তারা আমার দিকে ফিরুক,তারা যারা তোমার নিয়মের আদেশ জানে তারা ফিরুক। 80 আমার হৃদয় তোমার বিধিতে নির্দোষ হোক,যেন আমি লজ্জায় না পড়ি। 81 আমি তোমার পরিত্রানের আকাঙ্খা করি,আমি তোমার বাক্যে আমার আশা রেখেছি। 82 আমার চোখ তোমার প্রতিজ্ঞা দেখার আকাঙ্খা করে;কখন তুমি আমাকে সান্ত্বনা করবে? 83 কারণ আমি ধোঁয়ায় ভরা দ্রাক্ষার থলির মত হয়েছি;আমি তোমার বিধি ভুলে যাই নি। 84 কত দিন তোমার দাস এসব সহ্য করবে?কবে তুমি আমার তাড়নাকারীদের বিচার করবে? 85 অহঙ্কারীরা আমার জন্য গর্ত খুঁড়েছে,তারা তোমার ব্যবস্থার নিন্দা করে। 86 তোমার সমস্ত আদেশ বিশ্বসনীয়;যে সমস্ত লোক আমাকে অন্যায়ভাবে অত্যাচার করে;আমায় সাহায্য কর। 87 তারা পৃথিবীতে আমাকে প্রায় শেষ করে ফেলেছিল,কিন্তু আমি তোমার নির্দেশগুলো ত্যাগ করিনি। 88 যেমন তোমার চুক্তির বিশ্বস্ততার প্রতিজ্ঞাঅনুসারে আমাকে জীবিত রাখো,যাতে আমি তোমার নিয়মের আদেশপালন করতে পারি যা তুমি বলেছ। 89 হে সদাপ্রভুু, তোমার বাক্য অনন্তকাল স্থায়ী,তোমার বাক্য স্বর্গে দৃঢ় ভাবে স্থাপিত। 90 তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী;তুমি পৃথিবীকে স্থাপন করেছএবং তা স্থির থাকে। 91 সমস্ত কিছুই আজ পর্যন্ত স্থির রয়েছে,যেমন তুমি বলেছ তোমার ন্যায় বিধানে,কারণ সমস্ত কিছুই তোমার দাস। 92 যদি তোমার ব্যবস্থা আমার আনন্দদায়ক না হত,তবে আমি আপন দুঃখে ধ্বংস হতাম। 93 আমি তোমার নির্দেশগুলো কখনও ভুলে যাব না,কারণ তার দ্বারাই তুমি আমাকে জীবিত রেখেছ। 94 আমি তোমারই, আমাকে রক্ষা কর;কারণ আমি তোমার নির্দেশগুলো অন্বেষণ করি। 95 পাপীরা আমাকে ধ্বংস করার জন্য প্রস্তুত;কিন্তু আমি তোমার নিয়মের আদেশ বোঝার চেষ্টা করব। 96 আমি দেখেছি যে সমস্ত কিছুরই সীমা আছে;কিন্তু তোমার আদেশ এটি মহান, অপরিসীম। 97 আহা, আমি তোমার ব্যবস্থা কেমন ভালবাসি।এটা সমস্ত দিন আমার ধ্যানের বিষয়। 98 তোমার আদেশ আমাকে শত্রুর থেকেও জ্ঞানবান করে;কারণ তোমার আদেশ চিরকাল আমার সঙ্গে আছে। 99 আমার বেশি বুদ্ধি আমার সমস্ত গুরুর থেকে,কারণ আমি তোমার নিয়মের আদেশের ধ্যান করি। 100 প্রাচীন লোকদের থেকেও আমি বেশি বুদ্ধিমান,তার কারণ আমি তোমার নির্দেশগুলো পালন করেছি। 101 আমি সমস্ত কুপথ থেকে আমার পা দূরে রেখেছি,যেন আমি তোমার বাক্য পালন করি। 102 আমি তোমার ন্যায় বিধান থেকে ফিরি নি,কারণ তুমিই আমাকে নির্দেশ দিয়েছ। 103 তোমার বাক্য সকল আমার মুখে কেমন মিষ্ট লাগে!তা আমার মুখে মধুর থেকে মিষ্টি। 104 তোমার নির্দেশগুলোর দ্বারাই আমার বুদ্ধি লাভ হয়।সেইজন্য আমি সমস্ত মিথ্যা পথ ঘৃণা করি। 105 তোমার বাক্য আমার চরনের প্রদীপ,আমার পথের আলো। 106 আমি শপথ করেছি এবং স্থির করেছি,যে আমি তোমার বিধি পালন করব। 107 হে সদাপ্রভুু, আমি খুব দুঃখার্ত্ত;তোমার বাক্যের প্রতিজ্ঞাঅনুযায়ী আমাকে জীবিত রেখ। 108 সদাপ্রভুু, দয়া করে আমার মুখেরস্বেচ্ছা দত্ত উপহার সকল গ্রহণ করএবং তোমার ন্যায় বিধান আমাকে শেখাও। 109 আমার প্রাণ সবদিন বিপদে থাকে,তবুও আমি তোমার ব্যবস্থা ভুলে যাই নি। 110 পাপীরা আমার জন্য ফাঁদ পেতেছে,কিন্তু আমি তোমার নির্দেশ থেকে দূরে সরে যাই নি। 111 আমি তোমার নিয়মের আদেশআমার দাবি বলে অধিকার করেছি,কারণ সেগুলো আমার হৃদয়ের আনন্দ। 112 আমার হৃদয় তোমার বিধি মেনে চলতে স্থির হয়েছে,চিরকালের জন্য, শেষ পর্যন্ত। 113 আমি দ্বিমনা লোকেদের ঘৃণা করি,কিন্তু তোমার ব্যবস্থা ভালবাসি। 114 তুমি আমার লুকানোর জায়গা ও আমার ঢাল;আমি তোমার বাক্যের জন্য অপেক্ষা করি। 115 মন্দ কাজকরীরা, আমার কাছ থেকে দূর হও;যাতে আমি আমার ঈশ্বরের আদেশ সকল পালন করতে পারি। 116 তোমার বাক্যে আমাকে ধরে রাখ যাতে আমি বাঁচিএবং আমাকে আমার আশায় লজ্জিত হতে দিও না। 117 আমাকে তুলে ধর এবং আমি উদ্ধার পাব;আমি সব দিন তোমার বিধি ধ্যান করব। 118 তুমি তাদের সকলকে অগ্রাহ্য করেছ,যারা তোমার বিধি ছেড়ে চলে গেছে;কারণ সেই সমস্ত লোকেরা প্রতারক এবং অবিশ্বস্ত। 119 তুমি পৃথিবীর সমস্ত পাপীদেরকে মলের মত দূর করে থাক,এই জন্য আমি তোমরা ন্যায় বিধান ভালবাসি। 120 তোমার ভয়ে আমার শরীর রোমাঞ্চিত হয়,তোমার শাসনকলাপে আমি ভীত। 121 যা কিছু ন্যায্য এবং সঠিক আমি করি;আমাকে আমার উপদ্রবকারীদের হাতে ছেড়ে দিও না। 122 তুমি তোমার দাসের মঙ্গল নিশ্চিত কর,অহঙ্কারীরা আমার ওপর উপদ্রব না করুক। 123 তোমার পরিত্রানের অপেক্ষায়এবং তোমার ধর্মময় বাক্যের জন্য আমার চোখ ক্লান্ত হয়েছে। 124 তোমার দাসকে তোমার চুক্তির বিশ্বস্ততা দেখাওএবং আমাকে তোমার বিধি শেখাও। 125 আমি তোমার দাস, আমাকে বুদ্ধি দাও,যেন আমি তোমার নিয়মের আদেশগুলো জানতে পারি। 126 সদাপ্রভুুর কাজ করবার দিন হল,কারণ লোকেরা তোমার ব্যবস্থা খণ্ডন করেছে। 127 সত্যি আমি তোমার আদেশ সকল ভালবাসি,সোনার থেকেও, বিশুদ্ধ সোনার থেকেও ভালবাসি। 128 এই জন্য আমি সাবধানে তোমার সমস্ত নির্দেশ অনুসরণ করিএবং আমি সমস্ত মিথ্যার পথ ঘৃণা করি। 129 তোমার নিয়মের আদেশ আশ্চর্য্য,এই জন্য আমি সেগুলো পালন করি। 130 তোমার প্রকাশিত বাক্য আলো দান করে;তা সরলদের বুদ্ধি দান করে। 131 আমি মুখ খুলে শ্বাস ফেলছিলাম,কারণ আমি তোমার আদেশগুলোর আকাঙ্খা করছিলাম। 132 আমার দিকে ফের এবং আমায় দয়া কর,যেমন তুমি সব দিন করে থাকতাদের জন্য যারা তোমার নাম ভালবাসে। 133 তোমার বাক্য দ্বারা আমার চরণকে পরিচালনা দাও;কোন পাপকে আমার উপরে কর্তৃত্ব করতে দিও না। 134 মানুষের উপদ্রব থেকে আমাকে উদ্ধার কর,যাতে আমি তোমার নির্দেশগুলো পালন করতে পারি। 135 তোমার দাসের ওপর তোমার মুখ উজ্জ্বল হোকএবং তোমার বিধি সকল আমাকে শেখাও। 136 আমার চোখ থেকে জলধারা বইছে,কারণ লোকেরা তোমার ব্যবস্থা পালন করে না। 137 হে সদাপ্রভুু, তুমি ধার্মিকএবং তোমার আদেশ সকল ন্যায্য। 138 তুমি তোমার নিয়মের আদেশ ধার্ম্মিকতায়এবং বিশ্বস্ততায় দিয়েছ। 139 রাগ আমাকে ধ্বংস করেছে,কারণ আমার বিপক্ষেরা তোমার বাক্য সকল ভুলে গেছে। 140 তোমার বাক্য খুবই পরীক্ষাসিদ্ধএবং তোমার দাস তা ভালবাসে। 141 আমি তুচ্ছ ও অবজ্ঞাত,তবুও আমি তোমার নির্দেশ সকল ভুলে যাই নি। 142 তোমার ন্যায়বিচার চিরকাল সঠিকএবং তোমার ব্যবস্থা বিশ্বসনীয়। 143 যদিও চরম দূর্দশা ও যন্ত্রণা আমাকে পেয়ে বসেছে,[তবুও] তোমার আদেশ সকল আমার আনন্দদায়ক। 144 তোমার নিয়মের আদেশ চিরকাল ধর্মময়;আমাকে বুদ্ধি দাও, যাতে আমি বাঁচি। 145 হে সদাপ্রভুু, আমি সমস্ত হৃদয় দিয়ে ডেকেছি;আমাকে উত্তর দাও, আমি তোমার বিধি পালন করব। 146 আমি তোমাকে ডেকেছি; আমাকে রক্ষা করএবং আমি তোমার নিয়মের আদেশ পালন করব। 147 আমি ভোরের আগে উঠিএবং সাহায্যের জন্য চিত্কার করি,আমি তোমার বাক্যে সকলে আশা রাখি। 148 আমার চোখ সারা রাত খোলা ছিল,যেন আমি তোমার বাক্য ধ্যান করতে পারি। 149 তোমার চুক্তির বিশ্বস্ততা অনুসারে আমার রব শোন;হে সদাপ্রভুু, আমাকে জীবিত রাখ,যেমন তুমি প্রতিজ্ঞা করেছ তোমার ন্যায় বিধানে। 150 যারা আমায় অত্যাচার করেছে তারা আমার কাছে আসছে;কিন্তু তারা তোমার ব্যবস্থা থেকে অনেক দূরে। 151 হে সদাপ্রভুু, তুমিই নিকটবর্ত্তীএবং তোমার সমস্ত আদেশ বিশ্বস্ত। 152 অনেক আগে আমি তোমার নিয়মের আদেশ জেনেছি,যা তুমি চিরকালের জন্য স্থাপন করেছ। 153 আমার দুঃখ দেখ এবং আমাকে সাহায্য কর,কারণ আমি তোমার ব্যবস্থা ভুলে যাই নি। 154 আমার বিবাদ মেটাও এবং আমাকে মুক্ত কর,আমাকে জীবিত রাখ,যেমন তুমি তোমার বাক্যে প্রতিজ্ঞা করেছ। 155 পরিত্রান পাপীদের থেকে দূরে,কারণ তারা তোমার বিধি সকল ভালবাসে না। 156 হে সদাপ্রভুু, তোমার করুণার কার্য্য মহান;আমাকে জীবিত রাখ, যেমন তুমি সবদিন করে থাক। 157 আমার তাড়নাকারী ও শত্রু অনেক,তবুও আমি তোমার নিয়মের আদেশ থেকে ফিরি নি। 158 আমি বিশ্বাসঘাতকদেরকে ঘৃণা ভাবে দেখলাম,কারণ তারা তোমার বাক্য পালন করে না। 159 দেখ, আমি তোমার নির্দেশগুলো কেমন ভালবাসি।সদাপ্রভুু, আমাকে জীবিত রাখ,যেমন তুমি তোমার চুক্তির বিশ্বস্ততায় প্রতিজ্ঞা করেছ। 160 তোমার সমস্ত বাক্য সত্য,তোমার প্রত্যেকটি আদেশ চিরস্থায়ী। 161 শাসকেরা অকারণে আমাকে অত্যাচার করেছে,আমার হৃদয় কাঁপে,তোমার বাক্যের অবাধ্য হতে ভয় লাগে। 162 আমি তোমার বাক্যে আনন্দ করি,যেমন কেউ মহা লুট পেলে করে। 163 আমি মিথ্যাকে ঘৃণা ও অবজ্ঞা করি,কিন্তু আমি তোমার ব্যবস্থা ভালবাসি। 164 আমি দিনের সাতবার তোমার প্রশংসা করি,তোমার ন্যায় বিধানের জন্য। 165 যারা তোমার ব্যবস্থা ভালবাসে,তাদের মহা শান্তি; তাদের হোঁচট লাগে না। 166 সদাপ্রভুু, আমি তোমার পরিত্রানের অপেক্ষা করছিএবং আমি তোমার আদেশের বাধ্য হয়েছি। 167 আমি তোমার আদেশ পালন করেছিএবং আমি সেগুলো খুব ভালবাসি। 168 আমি তোমার নির্দেশ ও আদেশ পালন করেছি;কারণ আমি যা কিছু করি তুমি তা জানো। 169 সদাপ্রভুু, আমার আর্তনাদ তোমার কাছে উপস্থিত হোক,তোমার বাক্য অনুসারে আমাকে বুদ্ধি দাও। 170 আমার বিনতি তোমার সামনে উপস্থিত হোক,যেমন তুমি তোমার বাক্যে প্রতিজ্ঞা করেছ,আমাকে সাহায্য কর। 171 আমার ঠোঁট তোমার প্রশংসা করুক,কারণ তুমি আমাকে তোমার বিধি সকল শিক্ষা দিচ্ছ। 172 আমার জিভ তোমার বাক্যের বিষয় গান করুক,কারণ তোমার সমস্ত আদেশ ন্যায্য। 173 তোমার হাত আমায় সাহায্য করুক;কারণ আমি তোমার নির্দেশ মনোনীত করেছি। 174 সদাপ্রভুু, আমি তোমার পরিত্রানের আকাঙ্খা করেছিএবং তোমার ব্যবস্থা আমার আনন্দ দায়ক। 175 আমার জীবিত থাকিএবং তোমার গৌরব করি;তোমার ন্যায় বিধান আমায় সাহায্য করুক; 176 আমি হারানো মেষের মত হয়েছি;তোমার দাসের অন্বেষণ কর;কারণ আমি তোমার আদেশ সকল ভুলে যাই নি।