Psalms 78 (IRVB)
undefined আসফের মস্কীল। 1 হে আমার লোকেরা, আমার উপদেশ শোন,আমার মুখের কথা শোন। 2 আমি একটা জ্ঞানের গান গাব,আমি অতীতের গোপন বিষয়ে বলব, 3 যা আমরা শুনেছি এবং জেনেছিতা আমাদের পিতৃপুরুষেরা আমাদেরকে বলেছিলেন। 4 আমরা সে সকল তাদের সন্তানদের কাছে গোপন করব না,আমরা সদাপ্রভুুর গৌরব যোগ্যকাজের বিষয় পরবর্তী প্রজন্মের কাছে বলব, 5 কারণ তিনি যাকোবের মধ্যে নিয়মেরআদেশ স্থাপন করিয়েছিলেনএবং ইস্রায়েলের মধ্যে ব্যবস্থা স্থাপন করিয়েছেন।তিনি আমাদের পিতৃপুরুষদেরকে আদেশ দিয়েছিলেনযে তারা নিজেদের সন্তানদের তা শেখাবে। 6 তিনি তা আদেশ করেছিলেন যেনপরবর্তী প্রজন্ম এই আদেশ জানতে পারে,যে সকল সন্তান এখনও জন্মায় নি,তারা তা জানতে পারেএবং তারা যেন আবার নিজের নিজেরসন্তানদের কাছে বর্ণনা করতে পারে। 7 তখন তারা তাদের আশা ঈশ্বরে স্থাপন করবেএবং তাঁর কাজ ভুলবে না কিন্তু তাঁর আদেশ সকল পালন করবে। 8 তখন তারা আর তাদের পিতৃপুরুষদের মত হবে না,যারা জেদী ও বিদ্রোহী বংশ ছিল;সেই বংশ যাদের হৃদয় যথাযথ ছিল নাএবং যাদের আত্মা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিল না। 9 ইফ্রয়িমরা ধনুক দ্বারা যুদ্ধের সাজে সেজে ছিল,কিন্তু যুদ্ধের দিনের তারা যুদ্ধ থেকে ফিরে গেল। 10 তারা ঈশ্বরের নিয়ম পালন করল নাএবং তারা তাঁর ব্যবস্থার বাধ্য হতে অস্বীকার করল। 11 তারা তাঁর কাজ ভুলে গেল,সেই সকল আশ্চর্য্য কার্য্য,যা তিনি তাদেরকে দেখিয়ে ছিলেন। 12 তিনি তাদের পিতৃপুরুষদের চোখের সামনেনানা আশ্চর্য্য কার্য্য করেছিলেন। মিশর দেশে,সোয়নের দেশে করেছিলেন। 13 তিনি সমুদ্রকে ভাগ করে তাদেরকে পার করিয়ে ছিলেন,তিনি জলকে দেওয়ালের মত দাঁড় করিয়েছিলেন। 14 তিনি দিনের তাদের মেঘ হয়ে পরিচালনা দিতেনএবং সমস্ত রাত্রি আগুনের আলো হয়ে পরিচালনা দিতেন। 15 তিনি মরুপ্রান্তে শৈল ভেদ করলেনএবং তিনি তাদেরকে প্রচুর জল দিলেন,যথেষ্ট পরিমাণে সমুদ্রের মত দিলেন। 16 তিনি শৈল থেকে ঝর্না বার করলেনএবং নদীর জলের মত বওয়ালেন। 17 তবুও তারা বার বার তার বিরুদ্ধে পাপ করল,মরুপ্রান্তে মহান সর্বশক্তিমান ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করল; 18 তারা খাবার চাওয়ার মধ্যে দিয়ে,স্ব-ইচ্ছায় ঈশ্বরের পরীক্ষা করল। 19 তারা ঈশ্বরের বিরুদ্ধে কথা বলল;তার বলল, “ঈশ্বর কি সত্যি মরুপ্রান্তে আমাদের জন্য মেজ সাজাতে পারেন? 20 দেখ, তিনি যখন শৈলকে আঘাত করলেন,জলের ধারা বেরিয়ে এসেছিলএবং ঝর্নার ধারা প্রবাহিত হয়েছিল৷কিন্তু তিনি কি খাবার দিতে পারেন?তিনি কি নিজের প্রজাদের জন্য মাংস যোগাতে পারেন?” 21 যখন সদাপ্রভুু তা শুনলেন, তিনি রেগে গেলেন;তাই আগুন যাকোবের বিরুদ্ধে জ্বলে উঠেছিলএবং তাঁর রাগ ইস্রায়েলকে আক্রমণ করেছিল, 22 কারণ তারা ঈশ্বরে বিশ্বাস করত নাএবং তাঁর পরিত্রাণে নির্ভর করত না। 23 তবু তিনি উপরের আকাশকে আদেশ দিলেনএবং আকাশের দ্বারগুলি খুলে দিলেন। 24 তিনি তাদের খাবারের জন্য মান্না বর্ষালেনএবং তাদেরকে স্বর্গের শস্য দিলেন। 25 মানুষেরা দূতেদের খাবার খেল;তিনি তাদের জন্য পর্যাপ্ত পরিমানে খাবার পাঠালেন। 26 তিনি আকাশে পূর্বীয় বায়ু বয়ালেনএবং নিজের পরাক্রমে দক্ষিণে বায়ুকে পরিচালনা দিলেন। 27 তিনি তাদের উপরে মাংসকে ধূলোর মত,অগুন্তি পাখি সমুদ্রের বালির মত বর্ষালেন। 28 সেগুলি তাদের শিবিরের মধ্যে পড়ল,তাদের তাঁবুর চারিপাশে পড়ল। 29 তখন তারা খেল এবং পরিতৃপ্ত হল;তিনি তাদের দিলেন যা তারা আকাঙ্খা করেছিল; 30 কিন্তু তারা তবুও পরিতৃপ্ত হল না;তাদের খাবার তাদের মুখেই ছিল, 31 ঠিক সেই দিনের, ঈশ্বরের ক্রোধ তাদের আক্রমণ করলএবং তাদের শক্তিশালীদের মেরে ফেলল;তিনি ইস্রায়েলের যুবকদেরও মেরে ফেললেন। 32 এ সত্বেও, তারা পাপ করে চললএবং তাঁর আশ্চর্য্য কাজে বিশ্বাস করল না। 33 অতএব তিনি তাদের আয়ুর সংখ্যা কমিয়ে দিলেন,তাদের বছরগুলি আতঙ্কে পূর্ণ হল। 34 যখনি ঈশ্বর তাদের দুঃখ দিতেন,তারা তাঁর খোঁজ করতএবং তারা ফিরে সযত্নে ঈশ্বরের অন্বেষণ করত; 35 তারা স্মরণ করল যে ঈশ্বর তাদের শৈল ছিলেনএবং সর্বশক্তিমান মহান ঈশ্বরই তাদের মুক্তিদাতা। 36 কিন্তু তারা মুখে তাঁর গৌরব করলএবং জিভে তাঁর কাছে মিথ্যা বলল; 37 কারণ তাদের হৃদয় তাঁর প্রতি স্থির ছিল না,তারা তাঁর নিয়মেও বিশ্বস্ত ছিল না। 38 তবুও তিনি করুণাময়,তাদের অপরাধ ক্ষমা করলেনএবং তাদের ধ্বংস করলেন না। হ্যাঁ,অনেকবার তিনি তাঁর রাগ সম্বরণ করলেনএবং নিজের সব ক্রোধ উত্তেজিত করলেন না। 39 তিনি মনে করলেন যে,তারা মাংস দিয়ে তৈরী,বায়ুর মতো যা বয়ে যায়এবং আর ফিরে আসে না। 40 তারা মরুপ্রান্তে কতবার তার বিরুদ্ধে বিদ্রোহ করলএবং অনুর্বর জায়গায় কতবার তাকে দুঃখ দিল। 41 তারা বারবার ঈশ্বরের পরীক্ষা করলএবং ইস্রায়েলের পবিত্রতমকে অসন্তুষ্ট করল। 42 তারা তাঁর ক্ষমতার বিষয়ে স্মরণ করল না,কিভাবে তিনি তাদেরকে শত্রুদের থেকে উদ্ধার করলেন। 43 যখন তিনি মিশরে নিজের ভয়ঙ্কর চিহ্নগুলিএবং সোয়নের এলাকায় নিজের আশ্চর্য্য কাজগুলি সম্পন্ন করলেন। 44 তিনি মিশরীয়দের নদীগুলি রক্তে পরিণত করলেন,যাতে তারা তাদের নদী থেকে পান করতে না পারে। 45 তিনি তাদের মধ্যে মাছির ঝাঁক পাঠালেনযা তাদের গ্রাস করল ও ব্যাঙ যা তাদের জায়গায় আক্রমণ করল। 46 তিনি ফড়িংকে তাদের ফসলএবং পঙ্গপালকে তাদের শ্রমফল দিলেন। 47 তিনি শিলা দিয়ে তাদের আঙ্গুরের ক্ষেতএবং অনেক শিলা দিয়ে তাদের ডুমুর গাছ নষ্ট করে ফেললেন। 48 তিনি তাদের গবাদি পশুর ওপরে শিলাবৃষ্টিএবং তাদের পশুপালের মধ্যে বজ্রপাত করলেন। 49 তিনি তাদের বিরুদ্ধে নিজের রাগের প্রচণ্ডতা, ক্রোধ,কোপ ও বিপদ পাঠালেন দূতের মত যে বিপর্যয় বয়ে আনে। 50 তিনি নিজের রাগের জন্য পথ করলেন,তিনি মৃত্যু থেকে তাদের রক্ষা করেননি;কিন্তু তাদেরকে মহামারীর হাতে দিলেন। 51 তিনি আঘাত করলেন মিশরের সব প্রথম জন্মানো সন্তানকে,হামের তাঁবুগুলির মধ্যে তাদের শক্তির প্রথমজাতদেরকে মেরে ফেললেন 52 তিনি নিজের লোকদেরকে মেষের মত চালালেন,পশুপালের মত মরুপ্রান্তের মধ্যে দিয়ে তাদের পরিচালনা করলেন। 53 তিনি তাদেরকে নিরাপদে ও নির্ভীকভাবে নিয়ে আসলেন,কিন্তু সমুদ্র তাদের শত্রুদেরকে গ্রাস করল। 54 এবং তিনি তাদেরকে তাঁর পবিত্র জায়গার সীমায় আনলেন,নিজের হাত দিয়ে অর্জিত এই পর্বতে। 55 তিনি তাদের সামনে থেকে জাতিদেরকে তাড়িয়ে দিলেনএবং তাদের অধিকার স্থির করলেন;তিনি ইস্রায়েলের বংশদেরকে তাদের তাঁবুতে বাস করালেন। 56 তবু তারা সর্বশক্তিমান মহান ঈশ্বরের পরীক্ষা করল,তারা বিদ্রোহী হল এবংতার গুরুত্বপূর্ণ আদেশগুলি পালন করল না। 57 তারা অবিশ্বস্ত হলএবং বিশ্বাসঘাতকতা করল তাদের পূর্বপুরুষদের মত;তারা ত্রুটিপূর্ণ ধনুকের মত অনির্ভরযোগ্য হল। 58 কারণ তারা তাদের পৌত্তলিকমন্দিরের দ্বারা তাকে অসন্তুষ্ট করলএবং তাদের প্রতিমাদের দ্বারাতারা তাঁকে ঈর্ষান্বিত রাগে প্ররোচিত করল। 59 যখন ঈশ্বর তা শুনলেন তিনি রেগে গেলেন,ইস্রায়েলকে সম্পূর্ণভাবে ত্যাগ করলেন। 60 তিনি শীলোহ শহর আশ্রয়স্থল ত্যাগ করলেন,সেই বাসস্থান, যেখানে তিনি লোকদের মধ্যে ছিলেন। 61 তিনি তাঁর শক্তির সিন্দুক বন্দী করার অনুমতি দিলেনএবং তার মহিমা শত্রুদের হাতে দিলেন। 62 তিনি নিজের লোকদেরকে তরোয়ালের হস্তগত করলেনএবং তিনি তার অধিকারের প্রতি রেগে গেলেন। 63 আগুন তাদের যুবকদেরকে গ্রাস করল,তাদের যুবতী মেয়েদের বিয়ের গান হল না। 64 তাদের যাজকরা তরোয়ালের দ্বারা পড়ে গেলএবং তাদের বিধবারা কাঁদল না। 65 তখন প্রভু জাগলেন যেমন একজন ঘুম থেকে জেগে ওঠে,একজন যোদ্ধার মত যে আঙ্গুর রসের কারণে চিত্কার করে। 66 তিনি নিজের বিপক্ষদেরকে মেরে ফিরিয়ে দিলেন,তাদেরকে চিরকালীন লজ্জার পাত্র করলেন। 67 আর তিনি যোষেফের তাঁবু প্রত্যাখ্যান করলেনএবং ইফ্রয়িমের বংশকে মনোনীত করলেন না; 68 তিনি যিহূদার বংশকে ও সিয়োন পর্বতকেযা তিনি ভালবাসেন সেগুলিকে মনোনীত করলেন। 69 তিনি নিজের পবিত্র জায়গা নির্মাণ করলেন,স্বর্গের মত, পৃথিবীর মত,যা তিনি চিরকালের জন্য স্থাপন করেছেন। 70 তিনি নিজের দাস দায়ূদকে মনোনীত করলেনএবং তাকে মেষের খোয়াড় থেকে গ্রহণ করলেন; 71 তিনি ভেড়াদের পিছন থেকে তাকে আনলেন।নিজের লোক যাকোবকে ও নিজের অধিকার ইস্রায়েলকে চরাতে দিলেন। 72 দায়ূদ তার হৃদয়ের সততানুসারে তাদেরকে চরালেনএবং নিজের হাতের দক্ষতায় তাদেরকে পরিচালনা করলেন।