1 Chronicles 16 (IRVB)
1 ঈশ্বরের সিন্দুকের জন্য দায়ূদ যে তাঁবু খাটিয়েছিলেন লোকেরা সিন্দুকটি এনে তার ভিতরে রাখল। এর পর ঈশ্বরের সামনে হোমবলি ও মঙ্গলার্থক বলি উত্সর্গ করা হল। 2 সেই সব উৎসর্গের অনুষ্ঠান করা শেষ হয়ে গেলে পর দায়ূদ সদাপ্রভুর নামে লোকদের আশীর্বাদ করলেন। 3 তারপর তিনি ইস্রায়েলীয় প্রত্যেক স্ত্রীলোক ও পুরুষকে একটা করে রুটি, এক খণ্ড মাংস ও এক কিশমিশের পিঠে দিলেন। 4 সদাপ্রভুর সিন্দুকের সামনে সেবা কাজের জন্য দায়ূদ কয়েকজন লেবীয়কে নিযুক্ত করলেন যাতে তারা প্রার্থনা করতে, ধন্যবাদ দিতে এবং ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর গৌরব করতে পারে। 5 এই লোকদের নেতা ছিলেন আসফ, দ্বিতীয় ছিলেন সখরিয়, তারপরে ছিলেন যিয়ীয়েল, শমীরামোৎ, যিহীয়েল, মত্তিথিয়, ইলীয়াব, বনায়, ওবেদ ইদোম ও যিয়ীয়েল। এঁরা বাজাতেন বীণা ও সুরবাহার আর আসফ বাজাতেন করতাল; 6 যাজক বনায় আর যহসীয়েল ঈশ্বরের সেই ব্যবস্থা সিন্দুকের সামনে নিয়মিত ভাবে তূরী বাজাতেন। 7 সেই দিন দায়ূদ প্রথমে সদাপ্রভুর উদ্দেশ্যে ধন্যবাদের এই গান গাইবার ভার আসফ ও তাঁর ভাইদের উপর দিলেন: 8 “সদাপ্রভুকে ধন্যবাদ দাও,তাঁর গুণের কথা ঘোষণা কর;তাঁর কাজের কথা অন্যান্য জাতিদের জানাও। 9 তাঁর উদ্দেশ্যে গান গাও,তাঁর প্রশংসা গান কর;তাঁর সব আশ্চর্য্য কাজের কথা বল।” 10 তাঁর পবিত্রতার গৌরব কর; যারা সদাপ্রভুকে গভীরভাবে জানতে আগ্রহী তাদের অন্তর আনন্দিত হোক। 11 সদাপ্রভু ও তাঁর শক্তিকে বুঝতে চেষ্টা কর;সব দিন তাঁর উপস্থিতিতে থাকতে আগ্রহী হও। 12 তাঁর আশ্চর্য্য কাজগুলোর কথা মনে রেখো;তাঁর আশ্চর্য্য কাজ ও মুখনির্গত আদেশ সব। 13 হে তাঁর দাস ইস্রায়েললের বংশধরেরা, তাঁর মনোনীত যাকোবের লোকেরা। 14 তিনিই আমাদের ঈশ্বর সদাপ্রভু;গোটা দুনিয়া তাঁরই শাসনে চলছে। 15 যে বাক্যের নির্দেশ তিনি দিয়েছিলেন হাজার হাজার বংশের জন্য,তাঁর সেই ব্যবস্থার কথা চিরকাল মনে রেখো। 16 সেই নিয়ম তিনি অব্রাহামের জন্য স্থাপন করেছিলেনআর ইস্হাকের কাছে শপথ করেছিলেন। 17 তিনি তা যাকোবের জন্য বিধি হিসাবে আরইস্রায়েলের কাছে অনন্তকালীন নিয়ম হিসাবে ঘোষণা করেছিলেন। 18 তিনি বলেছিলেন, “আমি তোমাকে কনান দেশ দেব,সেটাই হবে তোমার পাওনা সম্পত্তি।” 19 সেখানে তোমরা সংখ্যায় বেশি ছিলে না,অল্প ছিলে এবং সেখানে বিদেশী ছিলে। 20 তারা এক জাতি থেকে অন্য জাতির কাছে,এক রাজ্য থেকে অন্য লোকদের কাছে বেড়াত। 21 তখন তিনি কাউকে তাদের অত্যাচার করতে দিতেন না।তাদের জন্য তিনি রাজাদের শাস্তি দিতেন, 22 বলতেন, “আমার অভিষিক্ত লোকদের ছোঁবে না;আমার ভাববাদীদের কোনো ক্ষতি করবে না।” 23 পৃথিবীর সব লোক, সদাপ্রভুর উদ্দেশ্যে গান গাও;তাঁর দেওয়া উদ্ধারের কথা দিনের পর দিন ঘোষণা কর। 24 বিভিন্ন জাতির মধ্যে তাঁর মহিমা ঘোষণা কর;সমস্ত লোকের মধ্যে তাঁর সব আশ্চর্য্য কাজের কথা ঘোষণা কর। 25 সদাপ্রভুই মহান এবং সবার উপরে প্রশংসার যোগ্য;সব দেব দেবতার চেয়ে তিনি বেশী ভয়ার্হ। 26 বিভিন্ন জাতির দেব দেবতারা অসার মাত্র,কিন্তু সদাপ্রভু আকাশমন্ডলের সৃষ্টিকর্ত্তা। 27 তাঁকেই ঘিরে রয়েছে গৌরব ও মহিমা;তাঁর বাসস্থানে রয়েছে শক্তি ও আনন্দ। 28 হে বিভিন্ন জাতির সমস্ত গোষ্ঠী,স্বীকার কর সমস্ত গৌরব ও শক্তি সদাপ্রভুরই। 29 তাঁর নামের গৌরব বর্ননা কর;নৈবেদ্য নিয়ে তাঁর সামনে এস। পবিত্রতার ঐশ্বর্য্যে সদাপ্রভুর আরাধনা কর। 30 পৃথিবীর সমস্ত লোক, তোমরা তাঁর সামনে কেঁপে ওঠো।পৃথিবী অটলভাবে স্থাপিত হল,তা কখনও নড়বে না। 31 আকাশমন্ডল আনন্দ করুক, পৃথিবী খুশী হোক;বিভিন্ন জাতির মধ্যে তারা ঘোষণা করুক,“সদাপ্রভুই রাজত্ব করেন।” 32 সাগর ও তার মধ্যেকার সব কিছু গর্জন করুক;মাঠ ও তার মধ্যেকার সব কিছু আনন্দিত হোক। 33 তাহলে বনের গাছপালাও সদাপ্রভুর সামনে আনন্দে গান করবে,কারণ তিনি পৃথিবীর বিচার করতে আসছেন। 34 তোমরা সদাপ্রভুর ধন্যবাদ কর, কারণ তিনি মঙ্গলময়;তাঁর অটল ভালবাসা অনন্তকাল স্থায়ী। 35 তোমরা বল, “হে আমাদের উদ্ধারকর্তা ঈশ্বর, আমাদের উদ্ধার কর;অন্যান্য জাতিদের মধ্য থেকে তুমি আমাদের এক জায়গায় নিয়ে এসে আমাদের রক্ষা কর,যাতে আমরা তোমার পবিত্রতা নামের স্তব করি,জয়ধ্বনি সহকারে তোমার প্রশংসা করি।” 36 আদি থেকে অনন্তকাল পর্যন্ত ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর গৌরব হোক।এর পর সব লোকেরা বলল, “আমেন” এবং সদাপ্রভুর প্রসংসা করলো। 37 প্রতিদিনের প্রয়োজন অনুসারে নিয়মিত সেবা কাজের জন্য দায়ূদ সদাপ্রভুর নিয়ম সিন্দুকের কাছে আসফ ও তাঁর ভাইদের রাখলেন। 38 তাদের সাহায্য করবার জন্য তিনি ওবেদ ইদোম ও তাঁর আটষট্টি জন লোককেও রাখলেন। যিদূথূনের ছেলে ওবেদ ইদোম ও হোষা ছিলেন দরজার পাহারাদার। 39 দায়ূদ গিবিয়োনের উপাসনার উঁচু স্থানে সদাপ্রভুর আবাস তাঁবুর সামনে যাজক সাদোক ও তাঁর সঙ্গী যাজকদের রাখলেন। 40 এর উদ্দেশ্য ছিল সদাপ্রভু ইস্রায়েলীয়দের যে ব্যবস্থার আদেশ দিয়েছিলেন তাতে যা যা লেখা ছিল সেই অনুসারে যেন তাঁরা সদাপ্রভুর উদ্দেশ্যে বেদির উপর প্রতিদিন সকালে ও বিকালে নিয়মিতভাবে হোমবলির অনুষ্ঠান করতে পারেন। 41 তাঁদের সঙ্গে ছিলেন হেমন ও যিদূথূন আর বাদবাকী লোক, যাদের নাম উল্লেখ করে বেছে নেওয়া হয়েছিল যাতে তারা সদাপ্রভুর অনন্তকাল স্থায়ী অটল ভালবাসার জন্য তাঁকে ধন্যবাদ দিতে পারে। 42 ঈশ্বরের উদ্দেশ্যে গান করবার দিনের তূরী, করতাল ও অন্যান্য বাজনা বাজাবার জন্য হেমন ও যিদূথূনের উপর ভার দেওয়া হল। যিদূথূনের ছেলেরা লোকদের দরজার পাহারাদার হল। 43 এর পর সব লোক যে যার বাড়ীর দিকে রওনা হল এবং দায়ূদ তাঁর পরিবারের লোকদের আশীর্বাদ করবার জন্য বাড়িতে ফিরে গেলেন।
In Other Versions
1 Chronicles 16 in the ANTPNG2D
1 Chronicles 16 in the BNTABOOT
1 Chronicles 16 in the BOATCB2
1 Chronicles 16 in the BOGWICC
1 Chronicles 16 in the BOHNTLTAL
1 Chronicles 16 in the BOILNTAP
1 Chronicles 16 in the BOKHWOG
1 Chronicles 16 in the KBT1ETNIK
1 Chronicles 16 in the TBIAOTANT