Psalms 131 (IRVB)
undefined আরোহণ-গীত। দায়ূদের। 1 সদাপ্রভুু, আমার হৃদয় গর্বিতঅথবা আমার দৃষ্টি উদ্ধত নয়।আমার নিজের জন্য আমার বিরাট আশা নেইঅথবা আমার মাথাব্যথা নেইসেই জিনিসের সঙ্গে যেগুলো আমার থেকে বহূ দূরে 2 প্রকৃত পক্ষে আমি এখনো আমার আত্মাকে শান্ত রেখেছি;বুকের দুধ ছাড়ানো শিশুর মতো,আমার আত্মা বুকের দুধ ছাড়ানো শিশুর মতো আমার সঙ্গে আছে, 3 ইস্রায়েল, সদাপ্রভুুতে আশা কর এখনএবং অনন্তকাল।