Psalms 133 (IRVB)
undefined আরোহন-গীত। দায়ূদের। 1 দেখ, এটি কত ভালোএবং কত মনোরম যে ভাইরা একসঙ্গে একতায় বাস করে। 2 এটা মাথার ওপরে দামী তেলের মতো যা দাড়িতে গড়িয়ে পড়ে,হারোণের দাড়িতে গড়িয়ে পড়ল,তার পোশাকে গড়িয়ে পড়ল। 3 এটা হর্ম্মনের শিশিরের মতো,যা ঝরে পড়ল সিয়োন পর্বতের ওপরেকারণ সেখানে সদাপ্রভুু এক স্থিরীকৃত আশীর্বাদ করলেন,অনন্তকালের জীবন।