Jeremiah 3 (BOBCV)
1 “কোনো পুরুষ যদি তার স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করে,এবং সেই স্ত্রী তাকে ত্যাগ করে গিয়ে অন্য কোনও পুরুষকে বিয়ে করে,তাহলে পূর্বের সেই পুরুষ কি পুনরায় সেই স্ত্রীর কাছে ফিরে যাবে?এই দেশ কি সম্পূর্ণরূপে কলুষিত হবে না?কিন্তু তুমি বহু প্রেমিকের সঙ্গে বেশ্যার মতো বাস করেছ,তুমি কি আমার কাছে ফিরে আসবে না?”সদাপ্রভু এই কথা বলেন। 2 “প্রত্যেকটি বৃক্ষশূন্য পর্বতগুলির দিকে তাকাও।ওখানে কি এমন কোনো স্থান আছে, যেখানে তুমি ধর্ষিতা হওনি?পথের ধারে বসে তুমি প্রেমিকদের জন্য প্রতীক্ষা করতে,যেভাবে মরুপ্রান্তরে কোনো যাযাবর বসে থাকে।তোমার বেশ্যাবৃত্তি ও তোমার দুষ্টতার কারণে,তুমি সমস্ত দেশকে কলুষিত করেছ। 3 সেই কারণে বৃষ্টি নিবারিত হয়েছেএবং শেষ বর্ষাও ঝরেনি।তা সত্ত্বেও তোমার চেহারা এক বেশ্যার মতো;লজ্জিত হতে তুমি চাও না। 4 তুমি কি আমাকে ডেকে এখন বলবে না,‘হে আমার বাবা, আমার যৌবনকাল থেকে তুমিই মিত্র? 5 তুমি কি সবসময় রেগে থাকবে?তোমার রোষ কি চিরকাল থাকবে?’তোমার কথা এই ধরনের হলেও,যতরকম দুষ্টতার কাজ তোমার পক্ষে করা সম্ভব সেগুলি সবই তুমি করেছ।” 6 রাজা যোশিয়ের রাজত্বকালে, সদাপ্রভু আমাকে বললেন, “অবিশ্বস্ত ইস্রায়েল যে কাজ করেছে, তা কি তুমি দেখেছ? সে প্রত্যেকটি উচ্চ পর্বতের উপরে উঠেছে এবং প্রত্যেকটি সবুজ বৃক্ষের তলায় গিয়েছে এবং সেখানে ব্যভিচার করেছে। 7 আমি ভেবেছিলাম, এসব কিছু করার পরে, সে আমার কাছে ফিরে আসবে, কিন্তু সে ফিরে এল না এবং তার অবিশ্বস্ত বোন যিহূদা তা দেখল। 8 অবিশ্বস্ত ইস্রায়েলের ব্যভিচারের জন্য তাকে আমি ত্যাগপত্র দিয়ে দূর করে দিয়েছি। কিন্তু তাতেও তার অবিশ্বস্তা বোন যিহূদার মধ্যে কোনো ভয় আমি দেখতে পেলাম না; সেও চলে গেল এবং ব্যভিচারে লিপ্ত হল। 9 যেহেতু ইস্রায়েলের নীতিভ্রষ্টতা তার কাছে গুরুত্বহীন তাই, সে দেশকে কলুষিত করেছে এবং কাঠ ও পাথরের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়েছে। 10 কিন্তু এসব সত্ত্বেও, তার অবিশ্বস্ত বোন যিহূদা আন্তরিকতার সঙ্গে আমার কাছে ফিরে আসেনি, সে শুধু দুঃখিত হওয়ার ভান করেছে মাত্র,” সদাপ্রভু এই কথা বলেন। 11 সদাপ্রভু আমাকে বললেন, “অবিশ্বস্ত ইস্রায়েল বিশ্বাসঘাতিনী যিহূদার চেয়ে বেশি ধার্মিক! 12 যাও, উত্তর দিকে গিয়ে এই কথা ঘোষণা করো।“ ‘অবিশ্বস্ত ইস্রায়েল, ফিরে এসো,’ সদাপ্রভু ঘোষণা করেন,‘আমি আর তোমার প্রতি বিরাগ ভাব দেখাব না,কারণ আমি বিশ্বস্ত,’ সদাপ্রভু এই কথা বলেন।‘আমি তোমার প্রতি চিরকাল ক্রোধী থাকব না। 13 তুমি কেবল তোমার দোষগুলি স্বীকার করো,যে তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে বিদ্রোহী হয়েছ,প্রত্যেকটি সবুজ গাছের তলায়বিজাতীয় দেবদেবীদের প্রতি বিছিয়ে দিয়েছ তোমার আনুগত্যএবং আমার আজ্ঞাবহ হওনি,’ ”সদাপ্রভু এই কথা বলেন। 14 সদাপ্রভু বলেন, “অবিশ্বস্ত লোকেরা, ফিরে এসো তোমরা, কারণ আমি তোমাদের স্বামী। আমি নগর থেকে তোমাদের একজন এবং গোষ্ঠী থেকে দুজন করে নির্বাচন করব ও সিয়োনে তোমাদের ফিরিয়ে আনব। 15 এরপর আমি আমার মনের মতো পালকদের তোমাদের দেব, যারা জ্ঞান ও বিচক্ষণতার সঙ্গে তোমাদের পথ দেখাবে। 16 সেই সময়ে দেশে তোমাদের সংখ্যা যখন প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, তখন লোকেরা আর ‘সদাপ্রভুর নিয়ম-সিন্দুক’ কথাটা বলবে না। সেকথা তাদের মনে আর প্রবেশ করবে না বা তা তাদের স্মরণেও আসবে না; তার বিরহে তারা দুঃখিত হবে না বা আর একটা সিন্দুকও তৈরি হবে না,” সদাপ্রভু এই কথা বলেন। 17 সেই সময়ে তারা জেরুশালেমকে, সদাপ্রভুর সিংহাসনরূপে অভিহিত করবে এবং সর্বজাতির লোক সদাপ্রভুর নামের সমাদর করার জন্য জেরুশালেমে একত্রিত হবে। তারা আর তাদের হৃদয়ের কঠিনতা অনুসারে চলবে না। 18 সেই দিনগুলিতে যিহূদা কুল ইস্রায়েল কুলের সঙ্গে সম্মিলিত হবে এবং তারা একসঙ্গে উত্তর দেশ থেকে ফিরে আসবে সেই দেশে, যে দেশ তোমাদের পূর্বপুরুষদের আমি অধিকারস্বরূপ দিয়েছিলাম। 19 “আমি নিজেই বলেছিলাম,“ ‘আমি সানন্দে তোমাদের সঙ্গে নিজের সন্তানের মতো ব্যবহার করবএবং তোমাদের একটি সুন্দর দেশ দেব,যা জাতিগণের মধ্যে সবচেয়ে মনোরম অধিকার।’আমি ভেবেছিলাম, তোমরা আমাকে ‘বাবা’ বলে ডাকবে,এবং আমার অনুসরণ করা থেকে বিরত হবে না। 20 কিন্তু হে ইস্রায়েল, স্বামীর প্রতি বিশ্বাসঘাতিনী একজন স্ত্রীর মতোতোমরাও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ,”সদাপ্রভু এই কথা বলেন। 21 বৃক্ষশূন্য গিরিমালার উপরে কে যেন উচ্চকণ্ঠে কাঁদছে,এই কান্না ও সনির্বন্ধ মিনতি ইস্রায়েল জাতির সন্তানদের।কারণ তারা তাদের পথ কলুষিত করেছেএবং তাদের ঈশ্বর সদাপ্রভুকে ভুলে গেছে। 22 “আমার অবিশ্বস্ত সন্তানরা, ফিরে এসো;আমি তোমাদের বিপথগামিতার প্রতিকার করব।” “হ্যাঁ, আমরা তোমার কাছে ফিরে আসব,কেননা তুমিই আমাদের ঈশ্বর সদাপ্রভু। 23 সত্যিই পাহাড়ের উপরে এবং উপপর্বতসমূহের উপরে কৃতপ্রতিমাপূজার উচ্ছৃঙ্খলতা বিভ্রান্তিকর;সত্যিই, আমাদের ঈশ্বর সদাপ্রভুতেইস্রায়েলের পরিত্রাণ। 24 লজ্জাজনক দেবদেবীরা আমাদের যৌবনকাল থেকে গ্রাস করেছেআমাদের পূর্বপুরুষদের পরিশ্রমের ফল,তাদের গোমেষাদি ও পশুপাল,তাদের পুত্র ও কন্যাদের। 25 এসো, আমরা এখন লজ্জায় শয়ন করিএবং আমাদের অপমান আমাদের আচ্ছাদিত করুক।আমরা ও আমাদের পূর্বপুরুষ উভয়েইআমাদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছি;আমাদের যৌবনকাল থেকে আজকের দিন পর্যন্ত,আমরা ঈশ্বর সদাপ্রভুর বাধ্য হইনি।”